টিভি টুডে ডেস্ক
বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড প্রাডা-র বিরুদ্ধে ভারতের ঐতিহ্যবাহী কোলাপুরি চপ্পলের ডিজাইন অনুকরণের অভিযোগ উঠেছে। সম্প্রতি ‘মিলান ফ্যাশন উইক’-এ প্রাডা যে টি-স্ট্র্যাপ স্যান্ডেল প্রদর্শন করেছে, সেটি দেখতে ভারতের কোলাপুরি চপ্পলের মতোই হওয়ায় ভারতীয় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ভারতের দাবি:
কোলাপুরি চপ্পল মূলত মহারাষ্ট্রের কোলাপুর শহরের ঐতিহ্যবাহী হাতে তৈরি চামড়ার জুতা। পাতলা সোল, খোলা কাঠামো ও স্থানীয় কারিগরদের নকশায় তৈরি এই চপ্পল ভারতে সংস্কৃতির অংশ হিসেবে বিবেচিত। অনেক ভারতীয় দাবি তুলেছেন, প্রাডা এই ঐতিহ্য ব্যবহার করেও কোনো স্বীকৃতি দেয়নি।
প্রাডার জবাব:
প্রতিক্রিয়ায় প্রাডা এক বিবৃতিতে জানিয়েছে, এই স্যান্ডেল ভারতের মহারাষ্ট্র ও কর্নাটকের ঐতিহ্যবাহী জুতা থেকে অনুপ্রাণিত। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখনও ডিজাইন চূড়ান্ত নয় এবং পণ্যটি বাজারে ছাড়া হয়নি। তারা ভারতের স্থানীয় কর্তৃপক্ষ ও কারিগরদের সঙ্গে আলোচনার আগ্রহও জানিয়েছে।
জিআই ট্যাগ ও আইনগত দিক:
২০১৯ সালে ভারত সরকার কোলাপুরি চপ্পলকে GI (Geographical Indication) ট্যাগ দেয়। তবে আইনজীবীরা বলছেন, GI ট্যাগ স্বীকৃতি দেয়, কিন্তু তা অনুকরণ ঠেকাতে বাধ্য করে না—যতক্ষণ না কেউ ভুয়া দাবি করছে।
পাঠে বিতর্ক না উদযাপন?
বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক মঞ্চে কোলাপুরি চপ্পলের উপস্থিতি ভারতের জন্য গর্বের বিষয় হতে পারে। ডিজাইনার রাঘবেন্দ্র রাঠোর বলেন, “এই বিতর্ক কারিগরদের ক্ষতি করেনি, বরং তাদের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বাড়িয়েছে।”
তবে অনেকেই মনে করছেন, প্রাডা যদি শুরু থেকেই ভারতের কারিগরদের স্বীকৃতি দিত, তাহলে এ বিতর্ক তৈরি হতো না।