টিভি টুডে ডেস্ক
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টা হওয়ার পর থেকে তিনি নিজেকে ‘অবরুদ্ধ’ বোধ করছেন। তার ভাষায়, বিভিন্ন মহল থেকে চাপ, অপপ্রচার এবং ভিত্তিহীন প্রত্যাশা বেড়েই চলেছে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন[1][2]।
আসিফ নজরুল বলেন, ‘আমার কাছে অনেক অন্যায় তদবির আসে। আমি যখন সেগুলো পাত্তা দিই না, তখন শুরু হয় অপপ্রচার—আমাকে ভারতের দালাল বলা হয়, ব্যক্তিগত আক্রমণ করা হয়। সরকারে এসে নিজেকে অবরুদ্ধ মনে হচ্ছে। জীবনে কখনো এত অসহায় লাগেনি।’[2]
তিনি বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বেশি পরিচিত, তারা গণমাধ্যমে নানা রকমের সমালোচনারও শিকার হচ্ছেন। মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, ‘কিছু আইনজীবী ও রাজনীতিক মিথ্যা মামলা এখন ব্যবসা হিসেবে নিয়েছেন। এ সংস্কৃতি চলতে থাকলে কেউই মিথ্যা মামলা ঠেকাতে পারবে না।’
সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে আসিফ নজরুল বলেন, মিথ্যা মামলার সংখ্যা বেশি হলেও, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা তুলনামূলক কম। জামিনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নির্দেশনা নেই; বিচারকরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন