কাজী হাবিবুল আউয়াল তিন দিনের রিমান্ডে
টিভি টুডে ডেস্ক | ২৬ জুন ২০২৫ | ঢাকা
রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ (বুধবার) তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা। এসময় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রাজধানীর মগবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। টিভি টুডেকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
মামলার প্রেক্ষাপট
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিএনপির পক্ষ থেকে এ মামলা করা হয়। বাদী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মামলায় সাবেক তিন নির্বাচন কমিশনার, একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচন কমিশনের সাবেক সদস্য, শীর্ষ পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, নির্বাচনী দায়িত্ব পালনে অসততা ও পক্ষপাতিত্বের মাধ্যমে তাঁরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
আদালতের বক্তব্য
রিমান্ড শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, “মামলাটি গুরুত্বপূর্ন। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।”
আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।
আগের গ্রেপ্তার
এই মামলায় এর আগে সাবেক সিইসি কে এম নূরুল হুদাকেও গ্রেপ্তার করে ডিবি। তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়—বিষয়টি টিভি টুডেকে নিশ্চিত করেছেন এক তদন্ত কর্মকর্তা।
বিএনপির অবস্থান
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণের কারণেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি। ফলে জনগণের ভোটাধিকার হরণ হয়েছে। এ জন্য কমিশনের সাবেক সদস্যদের দায় নিতে হবে।
নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া
বর্তমান নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিশ্লেষণ
বিশেষজ্ঞদের মতে, সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো অভিযোগ নতুন এবং নজিরবিহীন। এই মামলা নির্বাচনী প্রক্রিয়া, কমিশনের নিরপেক্ষতা এবং প্রশাসনের জবাবদিহি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।
সূত্র:
- আদালত নথি
- ডিবি কর্মকর্তা
- মামলার বাদী পক্ষ
- টিভি টুডে নিজস্ব প্রতিবেদক