পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণা, বিদেশের প্রলোভনে সর্বস্বান্ত শ্রীনগরের মানুষ

রুবেল ইসলাম তাহমিদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি।  টিভি টুডে ।

মুন্সীগঞ্জের শ্রীনগরে ‘বিদেশে পাঠানোর’ নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ও পাসপোর্ট নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বিদ্যুৎ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি কখনো নিজেকে পুলিশের সোর্স, আবার কখনো ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।

শ্রীনগরের বাড়ৈগাঁও মোল্লাপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে বিদ্যুৎ দীর্ঘদিন ধরে প্রতারণার সঙ্গে জড়িত বলে অভিযোগ। ফেসবুকে ‘সেফায়েতুল্লাহ সেফুদা’ নামে আইডি খুলে আলোচনায় আসার চেষ্টা করেন। নেতাদের সঙ্গে চলাফেরা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবির মাধ্যমে নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করেন তিনি।

স্থানীয়ভাবে ‘পাকনা বিদ্যুৎ’ নামে পরিচিত এই ব্যক্তি এক সময় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ছিলেন। বিভিন্ন স্টাইল ও পোশাকে নিজেকে ‘বুদ্ধিজীবী’ রূপে তুলে ধরলেও তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক অপরাধের অভিযোগ।

বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ

বিদ্যুতের বিরুদ্ধে অভিযোগ, তিনি শ্রীনগর উপজেলায় একটি অফিস খোলার নামে সাধারণ মানুষকে আকৃষ্ট করেন। রোমানিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ৪-৫ লক্ষ টাকা এবং পাসপোর্ট নিয়ে আত্মগোপন করেন।

ভুক্তভোগী কবির হাসান বলেন, “বিদ্যুৎ আমার কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নিয়েছে। পাসপোর্টও নিয়ে গেছে। এক বছরের বেশি সময় হয়ে গেছে, এখন আর ফোন ধরে না। মাঝে মাঝে ফোন ধরলেও গালিগালাজ করে। সম্প্রতি সে আমাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে।”

আরেক ভুক্তভোগী ইকবাল আরিফ জানান, “আমার দুটি পাসপোর্ট বিদ্যুৎ প্রায় এক বছর ধরে ফেরত দিচ্ছে না। বরং টাকা ফেরত চাইলে হুমকি দিচ্ছে।”

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও ভিডিও প্রমাণ

বিদ্যুৎ প্রায়ই ডিবি পুলিশের পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখান এবং অর্থ আদায় করেন। প্রতিবেদকের হাতে থাকা ভিডিও প্রমাণে দেখা যায়, দিনমজুরদের শাসানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে বিদ্যুৎ নিজেকে ডিবি পুলিশ পরিচয়ে পরিচিত করেন।

এক ঘটনায় আড়িয়াল বিলে এক যুবককে আটক করে নির্জন কক্ষে আটকে রেখে তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা ও একটি আইফোন ১১ ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বিদ্যুতের বিরুদ্ধে। পরবর্তীতে আটক করা মোটরসাইকেল অন্য একটি কিশোরের কাছে বিক্রি করা হয়, যা দুর্ঘটনার শিকার হলে চক্রটি হাসপাতাল পর্যন্ত গিয়ে আরও টাকা দাবি করে।

ব্ল্যাকমেইল ও সামাজিক গুজব

বিদ্যুৎ একাধিক ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন নারীদের টার্গেট করে ব্ল্যাকমেইল করেন বলেও অভিযোগ রয়েছে। শ্রীনগরের এক সিনিয়র সাংবাদিকের ছবি সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছে।

প্রশাসনের প্রতিক্রিয়া

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, “বিদ্যুৎ নামে একজনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ শুনেছি। তিনি নাকি অনেকের টাকা ও পাসপোর্ট নিয়ে গা ঢাকা দিয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিকাল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত বিদ্যুতের মোবাইলে একাধিকবার ফোন করলেও যোগাযোগ সম্ভব হয়নি।

সচেতন মহলের উদ্বেগ

স্থানীয় সচেতনমহল বলছে, বিদ্যুতের মতো প্রতারকদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ আরও বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ থাকলেও প্রশাসনিকভাবে শক্ত পদক্ষেপের অভাবেই তিনি বারবার নতুন কৌশলে প্রতারণা চালিয়ে যাচ্ছেন।


এই প্রতিবেদন TV TODAY-এর অনুসন্ধানী সাংবদিক কর্তৃক প্রস্তুত। অভিযোগের প্রমাণ, ভিডিও, ছবি সংরক্ষিত  করা হয়েছে। 

Hot this week

spot_img

Related Articles

spot_imgspot_img