কুমিল্লা প্রতিনিধি-
কুমিল্লার মুরাদনগরে দুই ভাইয়ের ব্যক্তিগত বিরোধের জেরে নারী নির্যাতন ও সেই ঘটনার অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় র্যাব ‘অন্যতম পরিকল্পনাকারী’ শাহ পরানকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বুড়িচং থানার কাবিলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, পনেরো দিন আগে ওই নারী তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। দীর্ঘদিন ধরে ফজর আলী ও তার ছোট ভাই শাহ পরান ওই নারীকে উত্যক্ত করছিলেন। দুই ভাইয়ের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে একবার গ্রাম্য সালিশে বড় ভাই ফজর আলী ছোট ভাই শাহ পরানকে চড় থাপ্পড় মারেন, যা নিয়ে প্রতিশোধ নিতে শাহ পরান পরিকল্পনা করেন।
ঘটনার দিন রাত ১১টার দিকে ফজর আলী ঋণের টাকাসহ ভুক্তভোগীর শোবার ঘরে প্রবেশ করেন। এরপর রাত ১১:৫০ মিনিটে শাহ পরান ও তার সহযোগীরা দরজা ভেঙে প্রবেশ করে ওই নারীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানীর শিকার করেন এবং ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ পরান স্বীকার করেছেন, ভাইয়ের সঙ্গে শত্রুতার প্রেক্ষিতে পূর্বপরিকল্পিতভাবে ওই ঘটনার আয়োজন করেন তিনি। এছাড়া, মব সৃষ্টির জন্য তিনি ইমো-তে মেসেজ পাঠিয়ে সহযোগীদের ডেকে আনেন।
র্যাব ঘটনার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।