গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন ইইউ রাষ্ট্রদূত: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ২৬ জুন ২০২৫

বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (২৬ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন, শ্রমিকদের অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এবং ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানান বিএনপির এই নেতা।


নির্বাচন নিয়ে আলোচনা

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন ফেব্রুয়ারি হতে যাচ্ছে, এজন্য সবার একটা স্বস্তি ও সন্তুষ্টি আছে। আশা রয়েছে, দ্রুত নির্বাচনের দিকে গিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে দেশ।”

তিনি আরও বলেন, “অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের ওপর—তাদের কর্মকাণ্ড, আগামী দিনে কী হবে। স্বল্পমেয়াদি-দীর্ঘমেয়াদি অনেক সিদ্ধান্ত আছে, যেগুলো একটি নির্বাচিত সরকারের সঙ্গে সবাই স্বস্তিবোধ করে। এসব বিষয় নিয়েই আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে।”


শ্রমিক অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা

বৈঠকে বাংলাদেশের শ্রমিকদের সমস্যা ও অধিকার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু। তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন সব সময় শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে। সে বিষয়টি নিয়ে আমাদের কথা হয়েছে।”

এ সময় বিচার বিভাগের স্বচ্ছতা ও স্বাধীনতা নিয়েও আলোচনা হয়। আমীর খসরু জানান, “বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে ইইউ একমত পোষণ করেছে এবং এর জন্য তারা ফান্ডিং করতে চায়।”


উন্নয়ন সহযোগিতা প্রসঙ্গে

ভবিষ্যতে অনুদান বা ঋণের বাইরে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন উন্নয়নের অংশীদার হতে চায় বলেও বৈঠকে জানানো হয়েছে। বিএনপির রাজনৈতিক কর্মসূচির সঙ্গে ইইউ–এর দৃষ্টিভঙ্গির মিল রয়েছে জানিয়ে খসরু বলেন, “তারা এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।”

বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।


প্রেক্ষাপট

সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এ প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের এ বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Hot this week

spot_img

Related Articles

spot_imgspot_img