টিভি টুডে ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের দাবিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ ব্যানারে গত কয়েকদিন ধরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। চেয়ারম্যানের অপসারণসহ নানাবিধ দাবিতে চলমান এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ (২৬ জুন) সকাল থেকে আগারগাঁও রাজস্ব ভবন ও আশপাশের এলাকায় সেনা, পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও আনসার মোতায়েন করা হয়েছে বলে টিভি টুডেকে জানানো হয়েছে।
দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত নেতৃত্বরা অবস্থান ও কলমবিরতি কর্মসূচি পালন করছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তারা ভবনে প্রবেশ করতে পারছেন না। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা জানান, কর্তৃপক্ষ ভবনের ভেতরে প্রবেশের অনুমতি না দেওয়ায় তারা বাইরে অবস্থান করছেন।
এদিকে, অর্থমন্ত্রণালয় কর্মরতদের দায়িত্বে যোগদানের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিলেও আন্দোলনকারীরা সেটি প্রত্যাখ্যান করেছেন। তাদের বক্তব্য, এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা বা আশ্বাস পাননি তারা। এজন্য ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ এবং দাবি না মানলে পূর্ণাঙ্গ শাটডাউনের আল্টিমেটাম ঘোষণা করেছেন সংশ্লিষ্টরা।