গাজায় যুদ্ধাপরাধ: ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধের আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের

গাজা ও অধিকৃত পশ্চিম তীরে যুদ্ধাপরাধে সহযোগিতার আশঙ্কায়, ইসরায়েলের সঙ্গে সব ধরনের ব্যবসা বন্ধের আবেদন জানিয়েছেন জাতিসংঘের একজন মানবাধিকার বিশেষজ্ঞ।

ইতালির আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ফ্রানচেস্কা আলবানিজ জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার প্রতিবেদন উপস্থাপন করে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনকে ‘ইকনোমিক জেনোসাইড’ বা অর্থনৈতিক গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেছেন, বহু বহুজাতিক কোম্পানি এই সংঘাত থেকে লাভবান হয়ে যুদ্ধাপরাধে পরোক্ষভাবে যুক্ত।

প্রতিবেদন অনুযায়ী, অস্ত্র নির্মাতা লকহিড মার্টিন, প্রযুক্তি প্রতিষ্ঠান আলফাবেট, আইবিএম, মাইক্রোসফট, অ্যামাজনসহ বিভিন্ন কোম্পানি ইসরায়েলের জন্য অস্ত্র, নজরদারি প্রযুক্তি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করছে। এছাড়া ক্যাটারপিলার, হুন্দাই, ভলভো তাদের যানবাহন গৃহধ্বংসে ব্যবহার হচ্ছে। ব্যাংকিং খাতের বিএনপি প্যারিবা ও বার্কলেজ ইসরায়েলি সরকারি বন্ডের অর্থায়নে যুক্ত রয়েছে।

কিছু কোম্পানি এই অভিযোগ অস্বীকার করেছে। যেমন, লকহিড মার্টিন বলেছে, তাদের অস্ত্র বিক্রয় সরকারের নিয়ন্ত্রণে এবং ভলভো জানিয়েছে, পণ্যের ব্যবহারে তাদের নিয়ন্ত্রণ সীমিত।

জাতিসংঘের প্রতিবেদন আইনি বাধ্যবাধকতা না থাকলেও আন্তর্জাতিকভাবে ব্যাপক মনোযোগ ও সমালোচনা সৃষ্টি করেছে। আলবানিজ অভিপ্রায় ব্যক্ত করেছেন, বর্ণবাদবিরোধী আন্দোলনের মতো বিশ্বব্যাপী চাপ ও বর্জনের মাধ্যমে এই অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করতে হবে।

আন্তর্জাতিক আইনে ‘সহযোগিতা’ বলতে বোঝানো হয় এমন কর্মকাণ্ড যা গণহত্যার জন্য সহায়ক, যদিও সরাসরি ইচ্ছা না থাকলেও। ফ্রানচেস্কা আলবানিজের মতে, যেসব প্রতিষ্ঠান ইসরায়েলের যুদ্ধ চালাতে সহায়তা করছে, তাদের বিরুদ্ধে এই অভিযোগ প্রযোজ্য হতে পারে।

ইসরায়েল প্রতিবেদনটিকে ভিত্তিহীন ও মানহানিকর দাবি করেছে। তবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আফ্রিকা, এশিয়া ও আরব দেশগুলো এই আহ্বানে সমর্থন জানিয়েছে। ইউরোপীয় দেশগুলোও ইসরায়েলের প্রতি দখলদার শক্তি হিসেবে দায়িত্বশীল আচরণের দাবি জানিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে এই প্রতিবেদনকে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের অংশ বলে অভিহিত করেছে।

বৃহৎ মার্কিন কোম্পানিগুলো আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ায় ভবিষ্যতে তাদের ইসরায়েলের সঙ্গে ব্যবসায় সম্পর্কের ব্যাপারে নতুন ভাবনা আসতে পারে।

Hot this week

spot_img

Related Articles

spot_imgspot_img