ঠাকুরগাঁও প্রতিনিধি | ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, নরসুন্দর সমিতির প্রতিনিধি প্রফুল্ল চন্দ্র শীলসহ স্থানীয় পেশাজীবী নেতৃবৃন্দ।
সভায় কামার, কুমার, নরসুন্দর, শিল্পী, বাদ্যযন্ত্র মেরামতকারী ও জুতা সেলাইয়ের মতো প্রান্তিক পেশাজীবীদের উন্নয়নে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
পীরগঞ্জে মাদক বিক্রেতা দম্পতির বিরুদ্ধে গণআবেদন
একই উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবরা গ্রামে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে এলাকাবাসী ৬৩৮টি স্বাক্ষরসহ একটি গণআবেদন দাখিল করেছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রেসক্লাব ও ইউপি চেয়ারম্যানের কাছে এ আবেদন জমা দেওয়া হয়।
আবেদনে বলা হয়, দরিমান আলীর ছেলে ইসাহাক আলী ও তার স্ত্রী নুরেফা দীর্ঘদিন ধরে বোর্ডের হাটসহ আশপাশে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। তারা ইতিপূর্বে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে আবারও প্রকাশ্যে মাদক বেচাকেনা করছেন।
এলাকাবাসীর অভিযোগ, মাদকবিরোধী সচেতন মানুষদের হুমকি দিচ্ছেন এই দম্পতি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, “গণআবেদন পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মাদকদ্রব্য বিরোধী আন্তর্জাতিক দিবসে ঠাকুরগাঁওয়ে উৎসববন্ধন ও আলোচনা সভা
“The evidence is clear: Invest in prevention. Break the cycle” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে পালিত হয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে উৎসববন্ধনের উদ্বোধন করা হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, শিক্ষার্থী ও জনসাধারণ।
পরবর্তীতে সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, “মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একত্রে কাজ করতে হবে। তরুণ সমাজকে সচেতন ও সুরক্ষিত রাখাই হবে আমাদের মূল লক্ষ্য।”